এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, লালমনিরহাট জেলার সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন মৌজাওয়ারী ‘ক’ তফসিলভূক্ত অর্পিত সম্পত্তির তালিকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ‘অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন, ২০০১(সংশোধিত ২০১১)’ এর ধারা ৯-এর বিধান মোতাবেক গেজেট আকারে গত ৩ এপ্রিল, ২০১২খ্রি. তারিখে প্রকাশিত হয়েছে। প্রকাশিত গেজেটের কপি জেলা প্রশাসকের কার্যালয়, সকল সহকারী কমিশনার(ভূমি), উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সংশিস্নষ্ট পৌরসভা কার্যালয়, ইউনিয়ন পরিষদ কার্যালয়, ইউনিয়ন তথ্য ও সেবা কেনদ্র, ইউনিয়ন ভূমি অফিস এবং ফটোকপিয়ার এর দোকান সমূহ হতে সংগ্রহ করা যাবে। তাছাড়া ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তির গেজেট পরবর্তীতে বর্ণিত স্থান সমূহ হতে পাওয়া যাবে। এছাড়াও ভূমি মন্ত্রণালয়ের www.minland.gov.bd এই ওয়েব সাইট এবং জেলা ওয়েব পোর্টাল www.lalmonirhat.gov.bdওয়েব সাইট হতে গেজেটের কপি সংগ্রহ করা যাবে। ‘ক’ তফসিলভূক্ত সম্পত্তির ক্ষেত্রে দাবির বিষয়টি নিষ্পত্তির জন্য বিজ্ঞ জেলা জজ এঁর সমন্বয়ে গঠিত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল এবং ‘খ’ তফসিলভূক্ত সম্পত্তির ক্ষেত্রে বিজ্ঞ ট্রাইব্যুনাল ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর নেতৃতবাধীন জেলা কমিটি এখতিয়ারবান। ‘ক’ তফসিলভূক্ত গেজেটে প্রকাশিত সম্পত্তির বিষয়ে কোন দাবী থাকলে গঠিত ট্রাইব্যুনালের নিকট এবং ‘খ’ তফসিলে বর্ণিত সম্পত্তি নিয়ে কোন দাবী থাকলে আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অর্পিত সম্পত্তি প্রত্যপর্ণ ট্রাইব্যুনাল বা জেলা কমিটি বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সর্বসাধারণের অবগতির জন্য এই বিজ্ঞপ্তি জারী করা হলো।
স্বাক্ষরিত/২৯.০৫.১২
মোঃ মোখলেছার রহমান সরকার(যুগ্ম-সচিব
জেলা প্রশাসক
লালমনিরহাট
ফোন- ০৫৯১-৬২০২০(অফিস)
ই-মেইল : dclalmonirhat@mopa.gov.bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস