বাংলাদেশের লালমনিরহাট জেলার সদর উপজেলাধীন তিস্তা নদীর উত্তর পূর্ব তীরে ঐতিহ্যবাহী অঞ্চল হারাটি ইউনিয়ন পরিষদ অবস্থিত।সদর উপজেলার সদর হইতে প্রায় ০৬কিঃমিঃ পূর্ব দিকে এই হারাটি ইউনিয়নটি অবস্থিত।অত্র ইউনিয়নের দক্ষিনে-খুনিয়াগাছ, উত্তরে সাপ্টিবাড়ী, পূর্বে মহেন্দ্রনগর, এবং পশ্চিমে আদিতমারী। কাল পরিক্রমায় আজ হারাটি ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ৫নং হারাটি ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ২২.০০ বর্গ কিঃ মিঃ (প্রায়)
গ) লোকসংখ্যা – ৪১,৮৪০ জন (প্রায়) (২০১১ সালের জন্ম নিবন্ধন অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১৯ টি।
ঙ) মৌজার সংখ্যা – ১৫ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৩ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৪৫%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০টি,
উচ্চ বিদ্যালয়ঃ ০৫টি,
মাদ্রাসা- ০৪টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ রফিকুল ইসলাম
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – হযরত শাহ কবীর (রঃ) মাজার শরীফ ।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল –১৯৭৩ইং নতুন কমপ্লক্সে ভবন স্থাপনকালঃ ২০০৪ইং
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ –১৮/০৮/২০১৬ইং
২) প্রথম সভার তারিখ –১৯/০৮/২০১৬ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ –
ঢ) গ্রাম সমূহের নাম –
নায়েকগড় হারাটি তালুক হারাটি কিসামত হারাটি
আটবিল কিসামত চোঙ্গাদারা আরাজী চোঙ্গাদারা
তালুক চোঙ্গাদারা খামার গোবিন্দরাম আটবিল দর্পনস্কর
হিরামানিক কাজীর চওড়া ঢাকনাই
নামুড়ী হারাটি পশ্চিম আমবাড়ী ফকিরটারী
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
৪) উদ্যোক্তা ০২জন।
ত) মোট খানার সংখ্যা=৭৯৫৯টি
১) আটবিল দর্পনস্কর=২৭৪টি
২। খামার গোবীন্দরাম=১৭৩টি
৩। হিরামানিক=১০৮০টি
৪। নামুড়ী হারাটি=৩২০টি
৫। পশ্চিম আমবাড়ী=৪৩৮টি
৬। কাজীর চওড়া=১০৯৬টি
৭। ঢাকনাই=৭৮২টি
৮। ফকিরটারী=৩৭৪টি
৯। নায়েকগড় হারাটি=৩৭১টি
১০। তালুক হারাটি=১০৬৯টি
১১। আটবিল=২১০টি
১২। কিসামত হারাটি=৮০৯টি
১৩। কিসামত চোঙ্গাদারা=৬০৬টি
১৪। তালুক চোঙ্গাদারা=১৬৮টি
১৫। আরাজী চোঙ্গাদারা=১৮৯টি
থ) অতি দরীদ্র পরিবারের সংখ্যা = ২৮৫৭ টি
দ) এনজিও এর সাথে জড়িত পরিবারের সংখ্যা = ৩০৫৫টি পরিবার
ধ) ইউনিয়নে মোট টিউব ওয়েল এর সংখ্যা = ৫৪১১টি
১) গোড়া পাকা = ১০৭৯টি
২। গোড়া কাচা = ৪৩০১টি
৩। গোড়া ভাঙ্গা = ৩১টি
ন) ইউনিয়নে ল্যাট্রিন এর তথ্যাদিঃ
১। একক পরিবারের স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন = ৩৭১২টি
২। যৌথ পরিবারের স্বাস্থ্যসম্সমত ল্যাট্রিন = ১১৬৮টি
৩। দুই এর অধিক পরিবারের স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন = ৩৯০টি
৪। অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহারকারী পরিবার = ৬৩১ টি
৫।ল্যাট্রিন বিহীন পরিবারের সংখ্যা = ২০৫৮ টি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস