চাতুরা বিল
ইতিপূর্বেঃ-চাতুরা বিল হারাটি ইউনিয়নের একমাত্র বিল। বহুকাল হতে এই বিলটি এই ইউনিয়নের ঐতিহ্যবহন করে আসছে। বিলটিতে ইতিপূর্বে প্রচুর পরিমানে মলা মাছ পাওয়া যেত। এছারাও দেশী প্রজাতীর মাছের মধ্যে মাগুড়, শিং, টেংরা, গতা, কই ইত্যাদি প্রচুর পরিমানে পাওয়া যেত এবং যা শেষ হবার নয়। সারা বছর পানি থাকার কারনে বিলটি দেশী মাছের আবাস স্থল হিসেবে ভাল ছিল।
আধুনিক চাষাবাদকালঃ- ১৯৬৬ ইং সনে মৎস্যজীবি সমবায় সমিতি অত্র এলাকার লোকজন সকলে মিলে গঠন করেন। এবং তখন হতে এযাবৎকাল পর্যন্ত আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষাবাদ হয়ে আসছে।
বর্তমানেঃ- ১৯৬৬ ইং সন হতে বর্তমান সময়কাল পর্যন্ত মৎস্য সমবায় সমিতি সরকার কর্তৃক ইজারা গ্রহন পূর্বক উপজেলা ও জেলা মৎস্য কর্মকর্তার পরামর্শে আধুনিক পদ্ধতিতে কার্প জাতীয় মাছের চাষাবাদ করছেন। কার্প জাতীয় মাছ চাষের পাশা-পাশি প্রচুর পরিমানে দেশী প্রজাতীর মাছ বিলে পাওয়া যায় তবে মলা প্রজাতীর মাছ প্রায় বিলুপ্তির পথে।
বর্তমান পরিচালনা কমিটিঃ- বর্তমানে ৬৩ জন সদস্য দ্বারা সমিতি পরিচালিত হচ্ছে। চাতুরা বিলের উপকারভোগী সদস্য সংখ্যা ২০৫ জন। সমিতির সভাপতি হিসেবে শ্রী মনিরাম চন্দ্র বিশ্বাস এবং সম্পাদক হিসেবে শ্রী বঙ্কিম চন্দ্র বিশ্বাস, কোষাধ্যক্ষ হিসেবে নারায়ন চন্দ্র বিশ্বাস সমিতি পরিচালনা করছেন।
ইজারা মুল্যঃ- চলতি অর্থ বছরে ৩৭৫০/- (তিন হাজার সাতশত পঞ্চাশ টাকা) মাত্র ইজারা মুল্য নির্ধারিত হয়েছে।
জমির পরিমানঃ- চাতুরা বিলের জমির পরিমান ২.০৫ একর তবে বর্ষাকালীন সময়ে দ্বীর্ঘ ৫/৭ মাস পানি অবস্থান করে এমন জমির পরিমান ৮ থেকে ১০ একর। পানির গভিরতা গড়ে ৫/৭ ফুট। বর্ষাকালীন সময় ছারা সারা বছর জুরে ২.০৫ একর জমিতে পানি থাকে।
---------------তথ্য্ প্রদান করেন শ্রী বঙ্কিম চন্দ্র বিশ্বাস, সম্পাদক, মৎস্য সমিতি, চাতুরা বিল। মোবাঃ- ০১৭২৭৮৫৫৯৬৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস