Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
হারাটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন।
বিস্তারিত

বাংলাদেশেরলালমনিরহাট জেলার সদর উপজেলাধীন তিস্তা নদীর উত্তর পূর্ব তীরে ঐতিহ্যবাহীঅঞ্চল হারাটি ইউনিয়ন পরিষদ অবস্থিত।সদর উপজেলার সদর হইতে প্রায় ০৬কিঃমিঃপূর্ব দিকে এই হারাটি ইউনিয়নটি অবস্থিত।অত্র ইউনিয়নের দক্ষিনে-খুনিয়াগাছ, উত্তরে সাপ্টিবাড়ী, পূর্বে মহেন্দ্রনগর, এবং পশ্চিমে আদিতমারী। কালপরিক্রমায় আজ হারাটি ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম – ৫নং হারাটি ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ২২.০০ বর্গ কিঃ মিঃ (প্রায়)

গ) লোকসংখ্যা – ৪১,৮৪০ জন (প্রায়) (২০১১ সালের জন্ম নিবন্ধন অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ১৯ টি।

ঙ) মৌজার সংখ্যা – ১৫ টি।

চ) হাট/বাজার সংখ্যা -৩ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।

জ) শিক্ষার হার – ৪৫%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০২টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ০৫টি,

    মাদ্রাসা- ০৪টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ সিরাজুল হক খন্দকার

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – হযরত শাহ কবীর (রঃ) মাজার শরীফ ।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল –১৯৭৩ইং