Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে হারাটি ইউনিয়ন

বাংলাদেশের লালমনিরহাট জেলার সদর উপজেলাধীন তিস্তা নদীর উত্তর পূর্ব তীরে ঐতিহ্যবাহী অঞ্চল হারাটি ইউনিয়ন পরিষদ অবস্থিত।সদর উপজেলার সদর হইতে প্রায় ০৬কিঃমিঃ পূর্ব দিকে এই হারাটি ইউনিয়নটি অবস্থিত।অত্র ইউনিয়নের দক্ষিনে-খুনিয়াগাছ, উত্তরে সাপ্টিবাড়ী, পূর্বে মহেন্দ্রনগর, এবং পশ্চিমে আদিতমারী। কাল পরিক্রমায় আজ হারাটি ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম – ৫নং হারাটি ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ২২.০০ বর্গ কিঃ মিঃ (প্রায়)

গ) লোকসংখ্যা – ৪১,৮৪০ জন (প্রায়) (২০১১ সালের জন্ম নিবন্ধন অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ১৯ টি।

ঙ) মৌজার সংখ্যা – ১৫ টি।

চ) হাট/বাজার সংখ্যা -৩ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।

জ) শিক্ষার হার – ৪৫%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০টি,   

    উচ্চ বিদ্যালয়ঃ ০৫টি,

    মাদ্রাসা- ০৪টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ রফিকুল ইসলাম

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – হযরত শাহ কবীর (রঃ) মাজার শরীফ ।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল –১৯৭৩ইং নতুন কমপ্লক্সে ভবন স্থাপনকালঃ ২০০৪ইং

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ –১৮/০৮/২০১৬ইং

                                    ২) প্রথম সভার তারিখ –১৯/০৮/২০১৬ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ –

ঢ) গ্রাম সমূহের নাম –

             নায়েকগড় হারাটি    তালুক হারাটি           কিসামত হারাটি

             আটবিল             কিসামত চোঙ্গাদারা      আরাজী চোঙ্গাদারা

             তালুক চোঙ্গাদারা     খামার গোবিন্দরাম      আটবিল দর্পনস্কর

             হিরামানিক          কাজীর চওড়া            ঢাকনাই

             নামুড়ী হারাটি       পশ্চিম আমবাড়ী         ফকিরটারী

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।

              ৪) উদ্যোক্তা ০২জন।

ত) মোট খানার সংখ্যা=৭৯৫৯টি

             ১) আটবিল দর্পনস্কর=২৭৪টি

             ২। খামার গোবীন্দরাম=১৭৩টি

             ৩। হিরামানিক=১০৮০টি

             ৪। নামুড়ী হারাটি=৩২০টি

             ৫। পশ্চিম আমবাড়ী=৪৩৮টি

             ৬। কাজীর চওড়া=১০৯৬টি

             ৭। ঢাকনাই=৭৮২টি

             ৮। ফকিরটারী=৩৭৪টি

             ৯। নায়েকগড় হারাটি=৩৭১টি

             ১০। তালুক হারাটি=১০৬৯টি

              ১১। আটবিল=২১০টি

             ১২। কিসামত হারাটি=৮০৯টি

             ১৩। কিসামত চোঙ্গাদারা=৬০৬টি

             ১৪। তালুক চোঙ্গাদারা=১৬৮টি

             ১৫। আরাজী চোঙ্গাদারা=১৮৯টি

থ) অতি দরীদ্র পরিবারের সংখ্যা = ২৮৫৭ টি

দ) এনজিও এর সাথে জড়িত পরিবারের সংখ্যা = ৩০৫৫টি পরিবার

ধ) ইউনিয়নে মোট টিউব ওয়েল এর সংখ্যা = ৫৪১১টি

          ১) গোড়া পাকা = ১০৭৯টি

          ২। গোড়া কাচা = ৪৩০১টি

           ৩। গোড়া ভাঙ্গা = ৩১টি

ন) ইউনিয়নে ল্যাট্রিন এর তথ্যাদিঃ

      ১। একক পরিবারের স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন = ৩৭১২টি

      ২। যৌথ পরিবারের স্বাস্থ্যসম্সমত ল্যাট্রিন = ১১৬৮টি

        ৩। দুই এর অধিক পরিবারের স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন = ৩৯০টি

      ৪। অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহারকারী পরিবার = ৬৩১ টি

      ৫।ল্যাট্রিন বিহীন পরিবারের সংখ্যা = ২০৫৮ টি