সুপ্রিয় ইউনিয়নবাসী
ইউনিয়ন তথ্য ও সার্ভিস সেন্টারের আসাদ, এুটআই প্রোগ্রাম কর্তৃক ব্লগের মাধ্যমে পাওয়া তথ্য আপনাদের অবগতির জন্য দেয়া হলো। মালয়েশিয়া, হংকং ও সিঙ্গাপুরের অনলাইন রেজিস্ট্রেশন পরবর্তী কাজসমূহ বিএমইটি করছে। তারা আপনাদের রেজিস্ট্রেশন পরবর্তী প্রশ্নসমূহের জন্য একটি কল সেন্টার স্থাপন করেছে। সুতরা রেজিস্ট্রেশন পরবর্তীতে এসব নারীদের বিদেশ গমন সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আপনারা বিএমইটি কল সেন্টারে সরাসরি ফোন করে কথা বলতে পারেন।
কল সেন্টার নম্বরসমূহ হলো: ৮৩ ২৩ ০০৪, ৮৩ ২২ ৯৪৬, ৮৩ ১৯ ৩২২, ৮৩ ১৭ ৫১১।
ধন্যবাদসহ,
চেয়ারম্যান হারাটি ইউনিয়ন পরিষদ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS