The monthly meeting is held on the first Saturday of every month at Harati Union Parishad. The monthly meeting discusses various sectors and activities including last month's review and current month's plan. At the end of the discussion, a resolution is passed in the monthly meeting. The resolution of the monthly meeting was sent to the office of the Upazila Nirbahi Officer within 5 days. In addition, if any immediate problem of this union is observed, measures are taken to solve it through discussion in the monthly meeting.
Session No-17
Meeting comments
No. 5 Harati Union Parishad
Upazila and district: Lalmonirhat.
Venue: UP Office
Date: Time: 10.30 am
উপস্থিত সভ্যগনের নামঃ-
ক্রঃ নং |
নাম |
স্বাক্ষর |
ক্রঃ নং |
নাম |
স্বাক্ষর |
১ |
জনাব সিরাজুল হক খন্দকার |
অস্পষ্ট |
১২ |
মোঃ আমিনুল খান |
অস্পষ্ট |
২ |
মোছাঃ জাহানারা বেগম |
,, |
১৩ |
মোঃ আমিনুর রহমান |
,, |
৩ |
চিনি বালা |
,, |
১৪ |
মোঃ হাফিজুল ইসলাম বিটু |
,, |
৪ |
মোছাঃ হিউলি বেগম |
,, |
১৫ |
মোঃ আমজাদ হোসেন |
,, |
৫ |
মোঃ আঃ খালেক সরকার |
,, |
১৬ |
ডাঃ লুৎফা বেগম |
,, |
৬ |
পুস্পজিৎ রায় |
,, |
১৭ |
মোছাঃ মমতাজ বেগম |
,, |
৭ |
মোঃ মাহফুজার রহমান |
,, |
১৮ |
পবীত্র কুমার রায় |
’’ |
৮ |
মোঃ আজগার আলী |
’’ |
১৯ |
|
’’ |
৯ |
কেশী কান্ত রায় |
|
২০ |
|
|
১০ |
মোঃ মোজাম্মেল হক |
|
২১ |
|
|
১১ |
মোঃ আঃ ছালাম |
|
২২ |
|
|
আলোচ্য বিষয়ঃ-(১) গত সভার মন্তব্য পঠন ও অনুমোদন
(২) ডিসেম্বর/১২ইং মাসের মাসিক সভা প্রসঙ্গে
(৩) বিবিধ।
অদ্যকার সভায় জনাব সিরাজুল হক খন্দকার চেয়ারম্যান সাহেবকে সভাপতি নির্বাচন করিয়া সভার কাজ আরম্ভ করা হইলো।
১নং আলোচ্য মোতাবেক সভাপতি সাহেব গত সভার মন্তব্য সভায় পাঠ করিয়া শুনাইলে তাহা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
২নং আলোচ্য মোতাবেক সভাপতি সাহেব অত্র ইউনিয়নের সার্বিক বিষয়ে আলোচনা করার প্রস্তাব উঠাইলে সভ্যগন একমত হইয়া নিম্নবর্ণিত বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করেন।
ক) আইন শৃঙ্খলাঃ অত্র ইউনিয়নের আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়। সভ্যগন একমত হইয়া জানান যে, ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল। কোথাও কোন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে নাই। ইউপি সদস্য জনাব আজগার আলী জানান যে বর্তমানে অত্র হারাটি ইউনিয়নে কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যগনের সহযোগীতায় আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে। সভাপতি সাহেব তাদের আরো বেশী সক্রিয় থাকার জন্য অনুরোধ জানান।
খ) কৃষিঃ- অত্র ইউনিয়নের কৃষি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। আমন মৌসুম আসন্ন উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব পবীত্র কুমার রায় জানান যে, আমন মৌসুমে ফসলের কোন প্রকার রোগ ব্যাধির আক্রমন হয় নাই। ফলে কৃষকগন স্বাচ্ছন্দে ফসল ঘরে তুলেছেন। উৎপাদন আশানুপাতিক হওয়ায় তারা আনন্দিত। আবহাওয়া অনুকহলে থাকায় শীতকালীন সবজীর ফলন ও ভালো। চলতি মাসে কৃষকগনকে প্রদর্শনী প্লটের জন্য বিনা মুল্যে সার ও বীজ সরবরাহ করা হয়।
গ) শিক্ষাঃ অত্র ইউনিয়নের শিক্ষার বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। চলতি মাসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা থাকার কারনে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে পরীক্ষা চলাকালীন সময়ে গ্রাম পুলিশ গনকে নিযুক্ত করার জন্য প্রস্তাব করেন। প্রস্তাবটি সভায় পাশ করা হয়। এবং নির্ধারিত তারিখে গ্রাম পুলিশ গনকে নিযুক্ত করার জন্য ইউপি সচিবকে বলা হইল।
ঘ) হত দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচীঃ অত্র ইউনিয়নে হত দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচীর কাজ চলমান। ৩টি ওয়ার্ডে ৩টি কাজ চলমান। কাজগুলি নিয়মিত তদারকি করা সকলের দায়িত্ব। এ বিষয়ে প্রকল্প সভাপতিগন জানান যে, রাস্তাগুলির কাজ করতে অনেক যায়গায় মাটির সমস্যায় পরতে হয়েছে। এজন্য প্রকল্প প্রনয়নের সময় এদিকে বেশী লক্ষ্য রাখা প্রয়োজন। কাজের অগ্রগতি ভালো। সাইনবোর্ড ও হাজিরা রেজিষ্ট্রার সংরক্ষন করিয়া তাহারা কাজের সুষ্ঠ তদারকি করিতেছেন। তাহারা কমিটির সকল সদস্য গনকে কাজ নিয়মিত ভাবে দেখাশুনা করার জন্য অনুরোধ জানান। সভাপতি সাহেব সকলকে সুষ্ঠুভাবে তদারকির অনুরোধ জানাইলে প্রস্তাবটি সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
ঙ) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাঃ অত্র ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। ডাঃ লুৎফা বেগম জানান যে, ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে এখন আরো উন্নত চিকিৎসা সেবা ও বিনা মুল্যে ঔষধ সরবরাহ করা হয়। এজন্য তিনি সকলকে চিকিৎসা কেন্দ্রে আসার অনুরোধ জানান।
চ) বিবিধঃ ৩নং বিবিধ বিষয়ে আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্যগনকে ধন্যবাদ জানাইয়া অদ্যকার সভার কাজ শেষ করিলেন।
স্বাক্ষর অস্পষ্ট
সভাপতি
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS